Md.Golam Murshed All Mukit
Mobile No : 01711-009955
অধ্যক্ষের বাণী
নাটোর জেলার অন্যতম উপজেলা বাগাতিপাড়ার প্রাণকেন্দ্র দয়ারামপুর ইউনিয়নটি বড়াল নদীর উত্তর পার্শ্বে অবস্থিত। ভৌগলিক দিক থেকে অত্র এলাকাটি অনেক আগেই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। তার স্বাক্ষ হিসাবে দয়ারামপুর দয়ারামের রাজবাড়ীটি সেই ঐতিহ্য মেলে ধরে। এখানে সর্ব শ্রেণির জাতি গোষ্ঠী অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে বসবাস করে এবং জায়গাটি যেহেতু অনেক প্রাচীন আমলথেকেই অত্যন্ত সুপরিচিত তাই এখানে অন্যান্য এলাকার চাইতেও বেশি লোকজন বসবাস করে। এই এলাকার চতুর্দিকে ৬ থেকে ৭ কিলোমিটারের মধ্যে কোন উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান না থাকায় এলাকার গণ্যমান্য ও শিক্ষানুরাগী জনগণ তাদের সন্তানদের উচ্চ শিক্ষার কথা ভেবে ২০০২খ্রি: বাংলাদেশের একমাত্র ইঞ্জিনিয়ারিং সেন্টার কাদিরাবাদ সেনানিবাসের পশ্চিম পার্শ্বে শহীদ জিয়াউর রহমান কলেজটি যাত্রা শুরু করে। অদ্যাবদি অত্র প্রতিষ্ঠানটি দক্ষ শিক্ষক মন্ডলী ও গভর্নিং বডি দ্বারা অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে, তারই ধারাবাহিকতা ২০০৫ খ্রি: প্রতিষ্ঠানটি সরকারের সু নজরে পড়লে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় একাডেমিক স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ২০১১খ্রি: রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। কলেজটি এখনও এমপিওভূক্ত হয়নি। এমপিওভূক্ত হলে প্রতিষ্ঠিানটি এলাকার তথা দেশের মুখ আরও উজ্জ্বল করবে আশা রাখি।